Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এসআইসি হবিগঞ্জ পৌরসভার দরিদ্র জনগনের মুখে হাসি ফোটাবে গউছ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে বস্তি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ। রবিবার পৌর ভবনের সভাকক্ষে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় হবিগঞ্জ পৌরসভা এ প্রশিক্ষনের আয়োজন করে। সকালে দিনব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। সভায় সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন ‘বিগত দিনে পৌরসভা সেবা কার্যক্রমে অভূতপূর্ব সাফল্য দেখানোর কারনেই ইউজিপ-৩ প্রকল্পে হবিগঞ্জ পৌরসভা অন্তর্ভূক্ত হয়েছিল। তিনি বলেন ‘হবিগঞ্জ পৌরবাসীর সহযোগিতায় ব্যতিক্রমী ও জনকল্যাণকর কর্মসূচীর মাধ্যমে আমি আমার পরিষদকে সাথে নিয়ে হবিগঞ্জ পৌরসভাকে সাফল্যের সুউচ্চ স্থানে নিয়ে গিয়েছিলাম। তিনি বলেন ইউজিপ-৩ এর আওতায় ‘বস্তি উন্নয়ন কমিটি’ এসআইসি হবিগঞ্জ পৌরসভার সকল এলাকায় পর্যায়ক্রমে কর্মসুচী জোরদার করে জনগনের মুখে হাসি ফোটাবে। সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, পৌরসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ও অন্যান্যরা। প্রশিক্ষণ পরিচালনা করেন ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান। প্রশিক্ষনে অংশগ্রহণ করেন উমেদনগর পুরানহাটি, গরুর বাজার ও দানিয়ালপুর বস্তি উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ।