Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ থেকে শুরু হচ্ছে হাম রুবেলার টিকা বানিয়াচঙ্গে ৩শ ৬০টি টিকাদান কেন্দ্রে এ টিকা দেয়া হবে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আজ থেকে শুরু হচ্ছে হাম রুবেলা ভিকসিন বিশেষ টিকাদান কর্মসূচি। চলবে ২৩ মে পর্যন্ত। এ কর্মসূচিকে শতভাগ সফল করতে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। ৩শ ৬০টি টিকাদান কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এ টিকা দেয়া হবে। কোন অবস্থায়ই যেন একটি শিশুও এ কার্যক্রমের বাইরে না থাকে এজন্য এলাকায় মাইকিংসহ স্থানীয় নেতৃবৃন্দসহ সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। টিকা দেয়ার পর যে কোন সমস্যা পরিলক্ষিত হলে তাৎক্ষনিক তা মোকাবেলা করতে ৯ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ বিষয়ে টিএইচও ডাঃ গোলাম মহিউদ্দিন এ প্রতিনিধিকে জানান, হাম রুবেলা একটি গুররুত্বপূর্ণ টিকাদান কর্মসূচি। ৯ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকেই যেন অভিভাবকরা টিকাদান কেন্দ্রে নিয়ে এ ভিকসিনটি দিয়ে আসেন এজন্য সকল অভিভাবকসহ বানিয়াচংবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এম,টি,ইপিআই যোবায়ের আহমদ খান জানান, বেশ কিছুদিন আগে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় এ রোগের মহামারী দেখা দেয়ায়, এ ক্যাম্পিংটি পুনরায় করা হচ্ছে।