Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্যারিস-বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন ফেরদৌস করিম আখনজী সহ সভাপতি

প্যারিস প্রতিনিধি ॥ ফ্রান্স সরকার অনুমোদিত বাংলাদেশী সৃজনশীল সাংবাদিকদের একমাত্র সংগঠন প্যারিস-বাংলা প্রেসক্লাবের ২০১৭-২০১৯ সালের কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। গত ৫ মে শুক্রবার বিকেলে প্যারিসের গার প্যারিজিয়ান ক্যাফে হলে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের সদস্যের স্বতঃস্ফূত অংশগ্রহণে এ কমিটি গঠন করা হয়। বিভিন্ন ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের উপস্থিতিতে প্যারিস- বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রথম পর্বে ক্লাবের সভাপতি আবু তাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় সংগঠনের বিগত দু’বছরের কার্যক্রম ও আগামী কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু, কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখনজি, প্রচার সম্পাদক নয়ন মামুন, সদস্য জাকির হোসেন, আব্দুল আজিজ সেলিম, আবুল কালাম মামুন, নজরুল ইসলাম, রেজাউল করিম, আব্দুল করিম, গোলাম মোস্তফাসহ সংগঠনের সদস্যরা।
সভায় বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলামকে নির্বাচন কমিশনার, নয়ন মামুন ও আব্দুল আজিজ সেলিমকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশন সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী ২০১৭-২০১৯ সালের জন্য এনায়েত হোসেন সোহেলকে (চ্যানেল আই ইউরোপ/মিলিনিয়াম টিভি) সভাপতি, ফেরদৌস করিম আখনজিকে (নিউজ২৪/টিবিএন ২৪) সহ-সভাপতি, লুৎফুর রহমান বাবুকে (সময় সংবাদ/বাংলাটিভি ইউকে) সাধারণ সম্পাদক ও নয়ন মামুনকে (এনটিভি/নবকণ্ঠ) সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পর্ষদ গঠন করেন।
উল্লেখ্য ফ্রান্স বাংলা দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক ফেরদৌস করিম আখনজী, ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাব আয়েবাপিসির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন (ইপিবিএ)র সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।