Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা সদস্যকে নিয়ে মাধবপুরে ন্যা কবলিত এলাকা পরিদর্র্শন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ ১নং প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম ও সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা তুজ জহুরা (রীনা) মাধবপুর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
জানা যায়, ৩ মে স্থানীয় পত্রিকা ও অনলাইন পত্রিকায় মাধবপুরে ৪টি ইউনিয়নে বুরো ফসল, রাস্তা, ব্রীজ, কালর্ভাট ক্ষতিগ্রস্থ সহ জনদুর্ভোগ সংবাদ প্রকাশ হলে ওইদিন ছুটে যান উপজেলার নি¤œ ভাটি অঞ্চল বুল্লা, ছাতিয়াইন, জগদীশপুর ও নোয়াপাড়া ইউনিয়নের অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘর্ণিঝড়, নদীর পানি ও উজান থেকে পাহাড়ি ঢল এসে বোরো ধান, শাক-সবজি, ঘর-বাড়ি, মক্তব, গাছ পালা, ব্রীজ, রাস্তা, কালভার্ট ক্ষতিসাধন হয়েছে প্রায় ৩ কোটি টাকার। এদিকে ভাটি অঞ্চল বুল্লা, ছাতিয়াইন ইউনিয়ন বেশি ক্ষতি সাধন হয়েছে ঘর-বাড়ি, বোরো ফসল, গাছ, রাস্তা, ব্রীজ ক্ষতিগ্রস্থ সহ পশু পাখি মৃত্যু ঘটেছে। অপরদিকে নোয়াপাড়া ও জগদীশপুর ইউনিয়নে চা বাগান শতাধিক ছায়া বৃক্ষ গাছ ও ঘর-বাড়ি সহ গাছ পালা ক্ষতিগ্রস্থ হয়।
ক্ষতিগ্রস্থ এলাকায় পরিদর্শন করে কৃষকদের দুঃখ দুর্দশা প্যানেল চেয়ারম্যান ও সদস্যরা নিজ চোখে দেখেন। এ সময় ১নং প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ কৃষক, রাস্তা, ব্রীজ, মক্তব নির্মানের জন সাধারনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জগদীশপুর ইউপি মেম্বার আক্তার হোসেন সহ এলাকার জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।