Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিরাপদ সড়কের দাবীতে নবীগঞ্জে মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুর্ঘটনামুক্ত মহা সড়ক চাই ও রোড ডিভাইডারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের মোহাম্মদপুর ২নং ব্রীজ নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ চৌধুরী শিহাব, শেরপুর মানবাধিকারের সভাপতি সৈয়দ মর্তুজা আলী মেন্দী, ইউপি সদস্য নজরুল ইসলাম, মোঃ আব্দুল রউফ, মহিলা সদস্য পারভীন আক্তার, মাদ্রাসা শিক্ষক সাজ্জাদুর রহমান, হাফিজ ফয়জুর রহমান, শেখ সেলিম আহমদ, মাষ্টার আব্দুল ওয়াদুদ চৌধুরী (সুন্দর মিয়া), বক্কর মিয়া, জিতু মিয়া, কুকিজ বখ্ত, রহিমা বেগম, মজিদ মিয়া, এমরান, নুরুল হক, ইকবাল হোসেন প্রমুখ। মহাসড়কের ওই এলাকায় ৪টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার বিপুল সংখ্যক লোকজন যাতায়াত করেন। সংযোগ সড়ক থেকে মহাসড়কে উঠতে গিয়ে বিভিন্ন ধরনের দূর্ঘটনায় একাধিক নিহতের ঘটনা ছাড়াও পঙ্গু হয়েছে অনেক মানুষ। দ্রুত গতির যানবাহনের নিয়ন্ত্রণ রোধে উল্লেখিত স্থানে রোড ডিভাইডার অথবা রাস্তাকে সমতল করার দাবী জানানো হয়। উল্লেখ্য, ব্র্যাক এডভোকেসি ফর সোশ্যাল সেইনজ প্রমোডিং সেভরড কোর্টের গণ নাটক দেখে সচেতন লোকজন ওই মানব বন্ধনের আয়োজন করে।