Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ত্রাণ বিতরণকালে-নজরুল ইসলাম খান ॥ ক্ষতিগ্রস্ত কৃষকরা নয়, ত্রাণ পাচ্ছে আ’লীগ নেতাদের আত্মীয়-স্বজন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা ত্রাণ পাচ্ছেন না। এগুলো দেয়া হচ্ছে এমপি, আওয়ামী লীগ নেতাদের আত্মীয়-স্বজন, তাদের বাড়ির কাজের লোক ও গাড়ি চালককে। গতকাল শুক্রবার বেলা ১১টায় হবিগঞ্জের হাওর এলাকা লাখাই উপজেলার বুল্লা বাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। নজরুল ইসলাম খান বলেন, বাঁধ নির্মাণে সরকার প্রতি বছর গম বরাদ্দ দেয়। কিন্তু সেই বাঁধ সুষ্ঠুভাবে নির্মাণ হচ্ছে না। ফলে বালুর বাঁধ ভেঙে হাওর এলাকার অসংখ্য কৃষক আজ সর্বশান্ত হয়েছে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় এ সরকারের কোনো জবাবদিহিতা নেই। তাই তারা জনগণের সঙ্গে তামাশা করছে। করের টাকায় দেশের উন্নয়নের কথা থাকলেও প্রকৃতপক্ষে উন্নয়ন হচ্ছে সরকারি দলের নেতাকর্মীদের। বিএনপি নেতাকর্মীরা আজ সরকারের হামলা, মামলা ও গুমের শিকার হচ্ছে। হামলা থেকে বাঁচতে শুধু পুলিশকেই নয়, টাকা দিতে হচ্ছে সরকারি দলের নেতাকর্মীদেরও। নির্বাচনের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, যারা নির্বাচনে অংশ নেবে না এমন লোকদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন না হলে বিএনপি এতে অংশ নেবে না। এদিন উপজেলার বুল্লা, বামৈ, মাদনা, শিবপুর ও টাউনশিপ এলাকায় মোট দুই হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালিব মিয়ার সভাপতিত্বে ও আব্দুল ওয়াদুদ তালুকদারের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, জাসাস কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ আহমেদ ঠাকুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ এনামুল হক সেলিম, মিজানুর রহমান চৌধুরী, সৈয়দ মুশফিক আহেমদ, সাহাব উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।