Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দাখিল পরীক্ষায় নবীগঞ্জ তাহিরপুর মাদ্রাসার শতভাগ সাফল্য অর্জন

প্রেস বিজ্ঞপ্তি ॥ দাখিল পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে এ বছরের দাখিল পরীক্ষায় ৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সকলেই উত্তীর্ণ হয়েছে। নবীগঞ্জ উপজেলায় একমাত্র এ প্রতিষ্ঠানটিই এবারের দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করে জেলার শীর্ষে অবস্থানে রয়েছে।
পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ বিভাগে ৩২ জন অংশগ্রহন করে ১৪ জন এ গ্রেড, ১৪ জন এ-গ্রেড এবং ৪ জন বি গ্রেড পেয়েছে। বিজ্ঞান বিভাগে পাঠদানের অনুমতি না থাকায় এ প্রতিষ্ঠানের ৯ জন পরীক্ষার্থী হবিগঞ্জ দারুসসুন্নাহ ফাজিল মাদ্রাসা হতে দাখিল পরীক্ষায় অংশগ্রহন করে ৫ জন জিপিএ ৫ (এ+) এবং ৪ জন এ গ্রেড পেয়ে শতভাগ সাফল্য অর্জন করে। মাদাসার অধ্যক্ষ মোঃ আফজল হোসেন তালুকদার জানান, মাদ্রাসার গর্ভনিং বডি, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় এবারের দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জিত করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, ২০১৭সালের জাতীয় শিক্ষা সপ্তাহে তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসা নবীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। সেই সাথে এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আফজল হোসেন তালুকদার ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।