Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌরসভায় ওয়াটার সাপ্লাইয়ের পাম্প স্থাপন উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভায় ওয়াটার সাপ্লাইয়ের জন্য গতকাল শুক্রবার দুপুরে শহরের ওসমানী রোডস্থ লন্ডন প্রবাসী আব্দুল মালিক এর দানকৃত ভুমিতে পাম্প স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর আব্দুল ছালাম, মোঃ কবির মিয়া, মোঃ আলা উদ্দিন, জায়েদ চৌধুরী, রোকেয়া বেগম, সহকারী প্রকৌশলী ভবি মজুমদারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১-২০১২ অর্থ বছরে নবীগঞ্জ পৌরসভায় থানা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভা সমুহে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প অনুমোদিত হয়। এর পর একাধিক স্থানে স্ট্রেট টিউবওয়ের কাজ শুরু হয়। তবে পানির স্থর পাওয়া যায়নি। এরই ধারাবাহিকতায় বর্তমান মেয়র ও পরিষদ গোটা পৌরসভায় ওয়াটার সাপ্লাইয়ের জন্য প্রাথমিকভাবে উক্ত পাম্প উল্লেখিত স্থানে স্থাপনের কাজ শুরু করে। এছাড়া পৌরসভার জয়নগর ও পুর্ব তিমিরপুর এলাকায় আরও দু’টি পাম্প স্থাপন করা হবে।