Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বন্যা ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আলী সরকার। গতকাল বৃহস্পতিবার তিনি বানিয়াচং উপজেলার ১১ নং মকক্রমপুর এবং ৮ নং সুন্দরপুর ইউনিয়নের হাওর অঞ্চলের বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ বিতরণ করেন। পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আলী সরকার বলেন, প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পর্যাপ্ত চাল ও টাকা পৌঁছাচ্ছে। তিনি বলেন, গত ৩০ তারিখে সুনামগঞ্জ জেলায় জননেত্রী শেখ হাসিনা সশরীরে ঊপস্থিত থেকে সুনামগঞ্জ জেলার বন্যায় ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ তুলে দেন। সরকারের এই সাহায্য থেকে যেন কোন ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত না হয় সে দিকে দৃষ্টি রাখতে এবং যেসব এলাকায় ঘূর্ণিঝড়ে রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দিব কুমার সিংহ এবং উপজেলার চেয়ারম্যান শেখ বশীর আহমদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনসহ জেলা পরিষদের সদস্য মোঃ আসিক মিয়া, জেলা পরিষদের (সি,এ) মোঃ রিমন সরকার, ১১ নং ইউনিয়নের চেয়ারম্যামন আব্দুল আহাদ মিয়া উপস্থিত ছিলেন।