Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেট কর অঞ্চলকে অডিটমুক্ত করার উদ্যোগ

????????????????????????????????????

স্টাফ রিপোর্টার ॥ সিলেট কর অঞ্চল অডিটে ভারাক্রান্ত। আয় ব্যায়ের তথ্য গোপন এবং কর আইনের ব্যাত্যয়ের জন্য এই অডিট বাড়ে। সিলেট অঞ্চলকে অডিটমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছ। এর জন্য সার্কেল কর্মকর্তার ক্ষমতা অধ্যাদেশ বলে ফিরিয়ে দেয়া হবে।
বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়কর আইন বিষয়ক কর্মশালায় সিলেটের বিভাগীয় কর কমিশনার সৈয়দ মোহাম্মদ দাউদ এই তথ্য জানান। জেলা কর আইনজীবি সমিতির সভাপতি নলিনী কান্ত রায় নিরুর সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন, সিলেটের অতিরিক্ত কর কমিশনার তৈৗহিদুল ইসলাম, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব বদরুল হোসেন, সিলেট বিভাগীয় কর আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান, সিলেট জেলা ট্যাক্স বারের সাধারন সম্পাদক আবুল ফজল, সুনামগঞ্জ জেলা ট্যাক্স বারের সাধারন সম্পাদক আখেরীজ্জামান, সহকারী কমিশনার ফজলে এলাহী, সহকারী কমিশনার নাদিম হোসেন, চেম্বারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা কর আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু ও আনিছুজ্জামান। কর্মশালায় কর আইনজীবি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।