Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াই নদী দিয়ে ভেসে আসা লাশ ভারতের কাছে দিয়েছে বাংলাদেশ

নুরুল আমি, চুনারুঘাট থেকে ॥ খোয়াই নদী দিয়ে ভেসে আসা মরদেহটি ভারতের কাছে ফেরৎ দিলো পুলিশ। নিহত যুবকের নাম শুভ্রজিৎ শীল। তার বাবার নাম সুবোদ শীল। বাড়ি খোয়াই শহরের ধলাবিল গ্রামে।
সুত্র জানায, গত ৩০ এপ্রিল ৫ বন্ধু এক সাথে ভারতের চা বাগান এলাকা দিয়ে খোয়াই নদীতে স্নান করতে আসে। মোটর সাইকেল, কাপড়-চোপড় নদীর পাড়ে রেখে তারা নদীতে গোসলের জন্য নামে। এক পর্যায়ে মোবাইল নিয়ে ঝগড়া বাঁধে ৫ বন্ধুর মাঝে। এর রেষ ধরে শুভ্রকে খুন করে ৪ বন্ধু। গত মঙ্গলবার শুভ্রজিতের মরদেহ খোয়াই নদীতে ভেসে উঠে। ফেসবুকে ছড়িয়ে পড়ে বিষয়টি।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহটি চুনারুঘাটের মুছিকান্দি এলাকা থেকে উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করে। এদিকে ত্রিপুরা রাজ্যের খোয়াই পুলিশ ফেসবুকের স্ট্যাটাস এবং অন্যান্য সুত্রের মাধ্যমে নিশ্চিত হয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ করে মরদেহটি তাদের বলে জানায়। রাত দেড়টায় খোয়াই সীমান্ত দিয়ে ভারতের পুলিশের কাছে ওই মরদেহটি ফেরত দেয় চুনারুঘাট থানা পুলিশ।
সুত্র জানায়, খোয়াই নদীতে গোসল করতে আসা ৪ বন্ধুর মাঝে ৩ বন্ধুকে আটক করে খুনের মোটিভ উদ্ধার করেছে ত্রিপুরা পুলিশ। গতকাল বুধবার সকালে খোয়াই হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।