Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে দু’দলের সংঘর্ষে বৃদ্ধা নিহত ॥ আহত ৫

আবুল হোসেন সবুজ, মাধবপুর ॥ মাধবপুরে শিশুদের আম কুড়ানোকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে হেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত এবং তার ছেলে ও ভাতিজা সহ প্রায় ৫ জন আহত হয়েছে। আহত সোহেল মিয়াকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছ। এ ঘটনার সাথে জরিত থাকার সন্দেহে দুই মহিলা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহতের পারিবারিক সুত্র জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ওমর আলী ও মৃত সৈয়দ আলীর পরিবারের মধ্যে পূর্ব বিরোধ ছিল। রবিবার বিকেল ৫টার দিকে দু’পরিবরের দুই শিশু আম কুড়াতে গিয়ে ঝগরায় লিপ্ত হয়। এতে করে দু পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মৃত সৈয়দ আলীর স্ত্রী হেনা বেগম (৭০), ছেলে কামাল মিয়া (৪০), ভাতিজা সোহেল মিয়া (২৫), আজেদা (৩৫), অনুফা (৩০), আউলিয়া (৩৫) গুরুতর আহত হন। তাদেরকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক হেনা বেগম ও সোহেলকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে এবং কামালকে বি.বাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করেন। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে হেনা বেগম মারা যায়। সোমবার বাদ আছর আফজলপুর গ্রামে হেনা বেগমের প্রথম জানাজা শেষে পিতার বাড়ি বি.বাড়িয়া জেলার চিনাইর গ্রামে লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানন এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সৌকত আলী ও দুই মহিলা সহ ৩ জনকে আটক করা হয়েছে।