Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের হাওর অঞ্চলের বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ কৃষকদের আলোচনায় হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন প্রত্যেক ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পর্যাপ্ত চাল ও টাকা পৌঁছাচ্ছে। এমনকি গত ৩০ তারিখে সুনামগঞ্জ জেলায় জননেত্রী শেখ হাসিনা সশরীরে ঊপস্থিত থেকে সুনামগঞ্জ জেলার বন্যায় ও ঘুর্নিঝরে ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে ত্রান তুলে দেন। সরকারের এই সাহায্য থেকে যেন কোন ক্ষতিগ্রস্থ কৃষক বঞ্চিত না হয় সে দিকে দৃষ্টি রাখতে এবং যেসব এলাকায় ঘূর্ণিঝড়ে রাস্তাঘাট, কালবার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষতিগ্রস্থ হয়েছে তার তালিকা দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সৈয়দ মোঃ শামীম আনোয়ার প্যানেল চেয়ারম্যান-১, মোঃ আসিক মিয়া, রৌশন আরা ভূঁইয়া, সালেহা বেগম চৌধুরী এবং ফাতেমা-তুজ-জোহরা (রীনা)। আরও উপস্থিত ছিলেন ১২নং ইউনিয়নের চেয়ারম্যালন আব্দুল কুদ্দুছ আলী শামীম, ইউপি সদস্য মোঃ আজমান মিয়া, জাহাঙ্গির মিয়া এবং খোরশেদ মিয়া, মোঃ ফারুক আহমেদ, জাহেদ চৌধুরী, জেলা পরিষদের (সি,এ) মোঃ রিমন সরকার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার মুরুব্বীয়ানগণ।