Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মহান মে দিবস পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “শ্রমিক মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে নবীগঞ্জ শহরের থানা পয়েন্ট সিএনজি অটোরিক্সা ও রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের থানা পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জে.কে মডেল হাই স্কুল রোডে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পৌরসভার প্যানেল মেয়র ও সিএনজি অটোরিক্সা ও রিক্সা শ্রমিক ইউনিয়নের থানা পয়েন্ট সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর সুন্দর আলী, সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইকবাল আহমেদ বেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মোঃ আব্দুল কদ্দুছ, রুস্তম আলী, আব্দুল মতিন, সামছুল হক, আফজল হোসেন, বিলাল মিয়া, জুনাব আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার বলেন, দেশ পরিচালনায় শ্রমিকদের ভুমিকা অপরিসীম, শ্রমিকরা দেশের হাতিয়ার। শ্রমিকরা দিন রাত শ্রম দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য। তিনি আরও বলেন, শিশু শ্রম বন্ধ করতে হবে। কোমল মতি শিশুদেরকে ব্যবসায়ীক বা পরিবহন কাজে ব্যবহার করা যাবে না। তিনি নবীগঞ্জ বাজারে সপ্তাহে ১ দিন ছুটি রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।