Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের মক্রমপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে চাল বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের অতি বৃষ্টি এবং পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে চাল বিতরণের উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমা হক। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এমরান হোসেন, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, ট্যাগ অফিসার সিরাজুল ইসলাম, প্রকল্প বায়স্তবায়ন কর্মকর্তা প্রবণ পাল, সাংবাদিক এস এম সুরুজ আলী, ইউপি সচিব এস এম শাহেদ হোসেন ও ইউপি সদস্যগণ। এছাড়া ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত চৌধুরী সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।
অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে চাল বিতরণ করা হয়।
মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া জানান, তার ইউনিয়নে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরি করে সরকার প্রদত্ত সহযোগিতা তাদের মধ্যে যথানিয়মে বিতরণ করা হয়েছে। ইউনিয়নের দুর্গত কৃষকদের মধ্যে মাথাপিছু ৩৮ কেজি করে ৩৯৪টি পরিবারকে চাল প্রদান করা হয়।