Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-নবীগঞ্জ রোডের আলমপুর পর্যন্ত রাস্তার বাতি চালু করেছে পৌরসভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলমপুর পৌর এলাকা পর্যন্ত রাস্তার বাতি চালু করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বাদ আছর আলমপুর মসজিদের সামনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই রাস্তায় পৌরসভার স্ট্রীট লাইট চালু করা হয়। স্ট্রীট লাইট চালুর আগে এলাকার বিশিষ্ট মুরুব্বী মইনুল ইসলাম এখলাছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমি পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করেছি। আল্লাহর রহমতে ও মানুষের ভালোবাসায় আমি আবারো পৌরসভার উন্নয়ন কাজ শুরু করেছি। তিনি সকলের সহযোগিতা থাকলে হবিগঞ্জ পৌরসভায় ব্যাপক উন্নয়ন সাধন করা হবে আশাবাদ ব্যক্ত করেন। মাওঃ আশিকুর রহমানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ আনোয়ার আলী, এডঃ শফিউল আলম, সাবেক মেম্বার কাজল মিয়া, পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, মোঃ আবুল হাসিম প্রমুখ। সভায় এলাকাবাসীর পক্ষে মেয়র আলহাজ্ব জি কে গউছের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মইনুল ইসলাম এখলাছ। পরে রাস্তার বাতি জ্বালিয়ে এ সেবার উদ্বোধন করেন মেয়র।