Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জামেয়া ফারুকীয়া মাদ্রাসার নব-নির্মিত মসজিদের উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদীস আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী বলেছেন, ইসলামী শিক্ষার প্রসারে কওমী মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি গতকাল নবীগঞ্জ উপজেলার জামেয়া ফারুকীয়া তাজপুর মাদ্রাসার মসজিদে উমর ফারুক (রাঃ) উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও ওয়াজ মাহফিলে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক বলেন, দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। যারা এ শিক্ষার সাথে সম্পৃক্ত তারা দুনিয়া ও আখেরাতে মর্যাদাশীল। এই মর্যাদাপূর্ণ দ্বীনি শিক্ষার কার্যক্রমকে আরোও এগিয়ে নিতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান। তিনি মসজিদে উমর ফারুক (রাঃ) নির্মাণে মাওলানা শায়খ আবু তাহের ফারুকীর অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে বলেন, মসজিদ মাদ্রাসার খেদমতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জামেয়া ফারুকীয়া তাজপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মসজিদের মুতাওয়াল্লী মাওঃ শায়খ আবু তাহের ফারুকীর পরিচালনায় উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস আল্লামা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী, মাওঃ জমির উদ্দিন, মাওঃ ইমাম উদ্দিন আহমদ, মাওঃ রুহুল আমীন, মুফতী শামসুল ইসলাম সিলেট, মাওঃ আব্দুল মতিন নবীগঞ্জী, মাওঃ নুরুল হক নবীগঞ্জী, মুফতী মুহিবুর রহমান নূরী, মাওঃ শায়খ আব্দুর রকীব হক্কানী, মুফতী আব্দুল হান্নান, মাওঃ নজমুল ইসলাম সাদিক, মাওঃ মুতাহির আহমদ, মাওঃ বাহাউদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলহাজ্ব শায়খ আব্দুল মান্নান, মাওঃ শামসুল হক সাদী, মাওঃ আব্দুল মালিক চৌধুরী, আলহাজ্ব ফরিদ উল্লা, মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওঃ নজরুল ইসলাম, হাফিজ আব্দুল হামিদ, হাফিজ মাওঃ মোঃ মহিউদ্দিন ফয়সল, মাওঃ মুহিবুর রহমান, মাওঃ ফজলুর রহমান, মাওঃ জিয়াউর রহমান, মাওঃ আবু সালেহ, মাওঃ হাবিবুর রহমান ওয়াদুদ, মাওঃ আফজাল হোসাইন, মাওঃ জাকারিয়া ফুরকানী, মাওঃ সুহাইল আহমদ, মাওঃ এহসানুল হক, হাফিজ বদরুজ্জামান, হুমায়ুন রশীদ চৌধুরী সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীয়ান উপস্থিত ছিলেন। সভায় বিগত বৎসরের হিফজ্ বিভাগে উত্তীর্ণ ১১জন হাফিজকে পাগড়ী প্রদান করা হয়। পরিশেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।