Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে উপবন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ॥ তিন ঘন্টা পর চালু

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইচ্যুত হয়ে তিন ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের দাউদনগর বাজার গেইটের কাছে উপবন ট্রেনের ইঞ্জিন লাইচ্যুত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে একসাথে একাধিক ট্রেন স্টেশনে প্রবেশ করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন ট্রেনের ইঞ্জিন তিন নম্বার লাইন দিয়ে ক্রস করতে গিয়ে লাইনচ্যুত হয়। এ সময় সড়ক ও রেলপথে যানচলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে মালবাহী ট্রেনের ইঞ্জিনের সহায়তায় উপবনের বগিগুলো সিলেট নিয়ে যাওয়া হয়েছে। এতে রবিবার সকাল প্রায় ৬টার দিকে ট্রেন ও যান চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া থেকে রিলিফ ট্রেন এনে ইঞ্জিন উদ্ধারের জন্য কার্যক্রম পরিচালনা করে রেলওয়ের প্রকৌশল বিভাগ। দীর্ঘক্ষণ চেষ্টায় ইঞ্জিন উদ্ধার হয়। তবে লাইনচ্যুত ট্রেনের বাকী বগিগুলো পূর্বেই সরানোর ফলে ট্রেন ও যানবাহন চলাচল করতে কোন সমস্যা হয়নি।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, এক লাইন থেকে অপর লাইনে ক্রস করতে গিয়ে উপবন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছিল। এ সময় ট্রেন চলাচল বিঘিœত হয়। পরে স্বাভাবিক হয়েছে।