Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আঞ্জব আলী স্কুলের প্রতিষ্ঠাতার উপর মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের শেরপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগি আঞ্জব আলী স্কুলের প্রতিষ্ঠিতা স্কুলের ম্যনেজিং কমিটির সভাপতি আলতাব আলীর উপর ইউপি সদস্য ওয়ারিছা বেগম মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে স্কুল শিক্ষক ছাত্র-ছাত্রী অভিভাবক এলাকার সচেতন নাগরিক ও যুব সমাজের উদ্দোগে গতকাল সোমবার বিকেলে আঞ্জব আলী স্কুলের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল করিম চৌধুরীর সভাপতিত্বেও সহকারী প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অভিবাবক সদস্য আব্দুস শহীদ সুরুক, ফুল মিয়া, আঃ হাদী, বিশিষ্টি মুরুব্বী আলাউদ্দিন, স্কুল শিক্ষক, মানিক মিয়া তালুকদার, শিখা দাশ, হান্নান, সঞ্জয় বনিক, নাজনীন সুলতানা, কুকু মনি পাল, অসিম চৌধুরী, অলক দাশ, আখি পাল, নিপেন্দ্র সূত্রধর, জালাল উদ্দিন, ঝিমলা দেব, সুহেলা বেগম, ছাত্র প্রতিনিধি জহিরুল ইসলাম, মারজানা তালুকদার, সানজিদা ইসলাম সালমা, মোঃ সকির উদ্দিন, জেসমিন আক্তার প্রমুখ।
সভা ও মানব বন্ধনে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় মুরুব্বী, অভিভাবক প্রতিনিধিসহ যুব সমাজের প্রতিনিধিবৃন্দ। বক্তারা বলেন একটি কুচক্রী মহলের ছত্র ছায়ায় থেকে সমাজ সেবক আলতাব আলীকে সমাজে মান সম্মান ক্ষুন করার অপেচষ্টায় লিপ্ত রয়েছেন মহিলা মেম্বার ওয়ারিছা বেগম। বক্তারা মিথ্যা মামলা থেকে আলতাব আলীকে অব্যহতি এবং ওয়ারিছা বেগমকেক্ষমা প্রার্থনার দাবী জানান।