Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কাল বৈশাখী ঝড় ৩দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। ঝড় তুফান শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় গত ৩দিন ধরে ইনাতগঞ্জ এলাকাসহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ফলে জনসাধারণকে পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ।
জানা যায় গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কাল বৈশাখী ঝড় শুরু হয়। এ সময় উপজেলার বিভিন্ন গ্রামে টিনের চাল উড়িয়ে নেয়াসহ কাচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়। শত শত গাছপালা উপড়ে পড়ে। ঝড়ের কবলে ইনাতগঞ্জ, বড় ভাকৈর পূর্ব ও বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে অবস্থিত বিদ্যুতের প্রায় ১৭টি খুটি উপড়ে পড়ায় বুধবার রাত থেকে ওই এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ফলে ব্যবসায়ী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণদের পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। সব চেয়ে বেশী বিড়ম্বনায় পড়েছেন মোবাইল ফোন ব্যবহারকারীরা। চার্জ পুরিয়ে যাওয়ায় অনেকের ফোন বন্ধ রয়েছে। অনেক বাসা বাড়ীতে ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে গেছে। সন্ধার পর পরই বাজারের ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে বাড়ী চলে যান। অন্ধকারে বাজারসহ গ্রামগুলোতে ভুতুড়ে পরিবেশ তৈরী হয়। ফলে ইনাতগঞ্জ এলাকায় চুরি, ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ কবে নাগাদ আসতে পারে জানার জন্য ইনাতগঞ্জ পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে তাদের মোবাইল ফোনে বার বার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননা। অনেক চেষ্টার পর রাতে তাদের সাথে যোগাযোগ করলে অভিযোগ কেন্দ্র থেকে জানানো হয়, বিদ্যুৎ সংযোগ দিতে আরো ২দিন সময় লাগতে পারে। ইনাতগঞ্জ বাজারের রওজা অটো পার্টের সত্ত্বাধিকারী জানে আলম বলেন, গত ৩দিন ধরে বিদ্যুৎ না থাকায় সন্ধার পর ঠিক মতো ব্যবসা করা সম্ভব হচ্ছেনা। তিনি দ্রুত কাজ সম্পন্ন করে বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির প্রতি আহবান জানান।