Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মহিলা মেম্বারের শ্লীলতাহানীর প্রতিবাদে ফুঁসে উঠছে ইউনিয়নবাসী মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামের আলতাব আলী ও তার লোকজন কর্তৃক ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ ওয়ারিছা বেগমকে শ্লীলতাহানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। গতকাল দুপুরে করগাঁও ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আব্দুল্লা মিয়া। জয়নাল মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মহিলা মেম্বার মোছাঃ ওয়ারিছা বেগম, বিশিষ্ঠ মুরুব্বী হাদীছ মিয়া, আল-আমীন, আইজুল মিয়া, সামছু মিয়া, আলামত মিয়া, উস্তার মিয়া, বাবুল মিয়া, নওশাদ আলী প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তাগন দোষী আলতাব আলীসহ এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ২২ মার্চ বুধবার বিকাল ৪টায় আলতাব আলী ও তার সঙ্গীয়রা ওয়ারিছা বেগমকে রাস্তায় প্রকাশ্যে শ্লীলতাহানী করে। এ ঘটনায় শেরপুর গ্রামের মৃত হাজী আঞ্জব আলীর পুত্র মোঃ আলতাব আলী, মৃত আবু মিয়ার পুত্র সিরাজুল ইসলাম, মৃত আব্দুল কাদিরের পুত্র মোঃ রেজাউল মিয়া ও মোঃ ময়না মিয়া, মৃত রঞ্জু মিয়ার পুত্র লায়েক মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেছেন মহিলা মেম্বার মোছাঃ ওয়ারিছা বেগম।