Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সুতাং নদীর বালু উত্তোলন চলছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও সুতাং নদী থেকে উঠছে বালু। মেশিন লাগিয়ে বছরের পর বছর বালু উত্তোলনের কারনে সুতাং নদীর তীরবর্তী বিভিন্ন স্থাপনা ভেঙ্গে যাচ্ছে। আশ-পাশের চা বাগানগুলো পড়েছে হুমকীর মুখে। বালু বহনকারী যানবাহনের দাপটে ভেঙ্গে গেছে রাস্তাঘাট ও ব্রিজ। আইনের নানা ফাকফোকরে চলছে বালু উত্তোলন। জনৈক জিতু মিয়া হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে ১৪২২ বাংলা সনের জন্য সুতাং নদী থেকে বালু উত্তোলনের জন্য ইজারা প্রাপ্ত হন। সেই মোতাবেক গত চৈত্র মাসের ৩০ তারিখ ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। পরবর্তীতে ওই ইজারাদার হাইকোর্টে রিট মামলা দায়ের করলে ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন মাহামান্য হাইকোর্ট। এ ফাকে ইজারাদার দেদারছে বালু উত্তোলন করে পাচার করতে থাকেন। গত ২৭ চৈত্র ২০২৩ বাংলা (১০ এপ্রিল) মহামান্য সুপ্রিমকোর্ট হাইকোর্টের রিট আবেদন বাতিল করেন। কিন্তু ইজাদারাদার ক্ষমতার দাপটে সুতাং নদী থেকে বালু উত্তোলন অব্যাহত রাখেন।
এলাকাবাসী জানান, সুতাং নদী থেকে বালু উত্তোলনের কারনে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। ইজাদারের লোকজন স্থানীয় মানুষের কোন বাধাই মানছেন না। প্রতিবাদ করলে মামলার হুমকী দেয়া হচ্ছে।