Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। গতকাল সকাল থেকে উপজেলার ১১নং ইউনিয়ন থেকে শুরু করে ১৫নং ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুল হোসাইন মারুফ ক্ষতিগ্রস্ত কৃষকের উদ্দেশে বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জানানোর জন্য বিএনপি নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবনের নির্দেশে মাঠে কাজ শুরু করেছি। আমরা কৃষক, শ্রমিক মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন আমরা ক্রমানয়ে বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়ন পরিদর্শন করবো। এবং পরিদর্শন শেষে নেতা কর্মিসহ সর্বস্তরের জনগনকে নিয়ে মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে স্মারক লিপি দিব। আমাদের দাবি বানিয়াচং-আজমিরিগঞ্জকে দুর্গত এলাকা ঘোষনা করে কৃষকের কৃষি ঋণ মৌকুফ, বিনাশর্তে কৃষি ঋণ প্রদান করা।
যুগ্ম আহ্বায়ক ও বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেন, আমি আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার ঈমানি দায়িত্ব আপনাদের সুখে দুঃখে পাশে থাকা। এবং আমি আমার পরিষদের মাধ্যমে সরকারের কাছে আপনাদের বর্তমান অবস্থা তুলে ধরব। তিনি বলেন, আমার পরিষদ থেকে সাহায্য সহযোগীতা করার আপ্রাণ চেষ্টা চালিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক ওয়ারিশ উদ্দিন খান, মহিবুর রহমান বাবলু, মোঃ খালেদ মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য শেখ আমির হোসেন, মখলিছুর রহমান আবু, আছকির মিয়া ছামদু, শফিকুর রহমান, সুজাতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দাল চৌধুরী, বিএনপি নেতা নাজমুল আলম চৌধুরী লোকমান, আজমত আলী খান আক্তার, অলিউর রহমান, শান্ত আহমেদ মজলিস, ছালা উদ্দিন, ডাঃ ইনতাজ আলী ভূঁইয়া, মোবাশ্বির, ওয়াহেদ মিয়া, আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।