Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অলিপুরে অবৈধ স্বামী-স্ত্রী সন্দেহে ২জন আটক বিয়ের এফিডেভিটের কাগজ দেখিয়ে রক্ষা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর বাজার এলাকায় অবৈধ স্বামী-স্ত্রী সন্দেহে ২জনকে স্থানীয় লোকজন আটক করলেও ৩ ঘন্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অলিপুর বাজার এলাকায়। বুধবার রাত ১২টার সময় তাদের আটক করা হয়েছিল। জানা যায়, প্রাণ কোম্পানীতে চাকুরী করার সুবাদে লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রামের রমজান আলীর মেয়ে শারমিন জাহান অলিপুর বাজার এলাকার খিয়াজ মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। এই বাসায় মাঝে-মধ্যে আসা যাওয়া করে লাখাই উপজেলার নোয়াগাও গ্রামের মৃত আব্দুর রউফ মিয়ার পুত্র ইকবাল মিয়া। বিষয়টি ওই এলাকার লোকজনের নজরে আসলে সন্দেহ হয়। বুধবার রাত ১২টার দিকে অলিপুর বাজারের পাহারাদার মনোয়ার মিয়া ও মালেক মিয়া স্থানীয় লোকজনকে নিয়ে তাদেরকে আটক করে। এ সময় উৎসুক জনতা ভির করে।
খবর পেয়ে রাত ২টার দিকে উপস্থিত হন শায়েস্তাগঞ্জ থানার এসআই সেলিম। এ সময় ইকবাল ও শারমিন জাহান নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দেন এবং এফিডেভিট করে বিয়ে করেছে মর্মে কাগজপত্র দেখান। এরই মধ্যে উপস্থিত হন অলিপুর বাজার কমিটির সেক্রেটারী তাহের মিয়া। পরে পুলিশ ও বাজার কমিটির লোকজন তাদেরকে ভাড়া বাসার মালিকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে অলিপুর বাজার কমিটির সেক্রেটারী তাহের মিয়া বলেন, শারমিন জাহান রিপনের বাসায় প্রায়ই আসা যাওয়া করে ইকবাল মিয়া। বিষয়টি এলাকার লোকজনের নজরে আসলে সন্দেহ হয়। ফলে স্থানীয় লোকজন বাজারের পাহারাদারকে নিয়ে তাদের আটক করে। পরে তারা নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দেন এবং তাদের বিয়ের এফিডেভিটের একটি ফটোকপি আমাদেরকে দেখান। তাই তাদেরকে এফিডেভিটের কাগজসহ বাসার মালিকের জিম্মায় রেখে আসি।