Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। দুদক সমন্বিত হবিগঞ্জ শাখা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সিরাজুল হক। প্রধান অতিথি ছিলেন, দুদক সিলেট বিভাগীয় পরিচালক শিরিন পারভিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ এর দুদক উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান, মাধবপুর পৌরসভার মেয়র হীরেন্দ্র লাল সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, সহকারী কমিশনার ভূমি টিনা পাল, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রধান শিক্ষক মোঃ ফয়েজুর রহমান, প্রধান শিক্ষক মুছা মিয়া। দুদক প্রতিরোধ কমিটির সদস্য কাউসার আহম্মেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, কৃষি কর্মকর্তা আতিকুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জিব সূত্রধর, কৃষি ব্যাংক ম্যানেজার সত্য নারায়ন দাস, শিক্ষার্থী অভিজিত পাল, হৃদয় বিশ্বাস, রায়িমা আঞ্জুম মায়িশা, সাদিয়া ফেরদৌস প্রমূখ।
সভায় বক্তারা বলেন, হাওরের বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণে লক্ষ লক্ষ লোক আজ নিঃস্ব। তাই যার যার অবস্থান থেকে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করলেই দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।