Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন ৪ দিন পর বিয়ে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে ৪দিন অনশন করার পর অবশেষে গতকাল বুধবার বিকেল ৩ টায় এক লাখ টাকা দেনমোহর ধার্য্য করে প্রেমিকা সেলিনা আক্তার শারমিন ও প্রেমিক ময়নুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়েছে। এ নিয়ে এলাকায় রসালো আলোচনা সমালোচনার ঝড় বইছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে।
সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল খালিকের পুত্র মঈনুল টেলিকম এন্ড ডিজিটাল স্টুডিওর স্বত্ত্বাধিকারী মঈনুল ইসলাম দীর্ঘদিন ধরে নুরগাঁও গ্রামের ক্ষুদে ব্যবসায়ী হুশিয়ার আলীর কন্যা সেলিনা আক্তার শারমিনের সাথে সখ্যতা গড়ে ওঠে। প্রায় ২বছর ধরে চলে তাদের প্রেম। গত ২৩ এপ্রিল রোববার দুপুরে প্রথমেই মঈনুলের ব্যবসা প্রতিষ্ঠানে এসে প্রেমিকা শারমিন তাকে বিয়ের চাপ দিলে মঈনুল কোর্ট ম্যারেজের আশ্বাস দেয়। তবে এতে অসম্মতি জানায় শারমিন। এ নিয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে দীর্ঘক্ষণ বাক বিতন্ডার পর অবশেষে মঈনুল তার এক ভাগিনাকে দিয়ে শারমিনকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। শারমিন বাড়িতে গিয়ে মঈনুলের অভিভাবকের নিকট বিয়ের দাবী জানালে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এ অবস্থায় মঈনুল আত্মগোপন করে। এদিকে শারমিন বিয়ের দাবীতে প্রেমিক মঈনুলের বাড়িতে অনশন শুরু করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুকজনতার ভীড় জমে।
গত রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে মঈনুলের বাড়িতেই সামাজিক সালিশ বৈঠক বসে। এ সময় শারমিনের সাথে তার প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে শারমিনকে বিয়ে করবেনা বলেও জানিয়ে দেয় মঈনুল। এতে কোন সমাধান না হওয়ায় বিচারকরা চলে যান। চলতে থাকে শারমিনের অনশন। এক পর্যায়ে শারমিন আত্মহত্যার ঘোষণা দেয়। এ অবস্থায় পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে গতকাল বুধবার বিকালে ১ লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন দীঘলবাক ইউপির কাজি। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিৎ সিনহা বলেন, উভয় পরিবারের মতামতে বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়। দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সাথে আলাপকালে তিনি বলেন, আমি সমাধানের চেষ্টা করে পারিনি। তবে শুনেছি তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে।