Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আমলারা চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক-প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, প্রশাসন কখনো চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, বরাবরই তারা বিমাতাসুলভ আচরণ করে আসছে। প্রধান বিচারপতি বলেন, ‘শুধু এ সরকার নয়, সব সরকারের আমলেই একই চিত্র। প্রশাসন কোনদিনই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। প্রশাসনের যারা উচ্চ পর্যায়ে আছে, তাদেরকে পরিচালনা করে কয়েকজন আমলা।’ ‘সত্যি কথাটি তাদের কাছে উপস্থাপন করা হয় না। যার পরিপ্রেক্ষিতে তারা মনে করে, বিচার বিভাগ তাদের একটি প্রতিপক্ষ। এটি ভুল ধারণা’ যোগ করেন তিনি। এস কে সিনহা বলেন, বিচার বিভাগ কখনো কারো প্রতিদ্বন্দ্বি হিসেবে কাজ করে না। বিচার বিভাগ সবসময় একটি ভারসাম্য রক্ষা করে চলে। তাদেরও কোনো কিছুতে ত্র“টি থাকলে প্রতিকারের জন্য বিচার বিভাগের কাছেই আসতে হয়। তিনি বলেন, ‘আমরা তাদেরও বিচার করে থাকি। কেউ যখন প্রশাসনের কাছে নিরাপত্তা পায় না এবং চাকরি ও প্রমোশন নিয়ে বৈষম্যের শিকার হলে তখন আমরা বিচার বিভাগই এর সমাধান দিয়ে থাকি।’
গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসকে সিনহা এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, শুধু টাকা থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।
প্রধান বিচারপতি গতকাল আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে নবনির্মিত জুডিশিয়াল ভবন পরিদর্শন করেন তিনি।