Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর কোর্টে একমাত্র শৌচাগার ব্যবহারের অনুপযোগী

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর কোর্টে একমাত্র শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির পানি পরিষ্কার না করায় কোর্ট প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জানা যায়, টানা তিনদিনের বৃষ্টিতে হবিগঞ্জ সদর আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে গ্রামাঞ্চল থেকে আসা বিচারপ্রার্থী, আইনজীবি, বিচারক, পুলিশসহ বিভিন্ন পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন। অপরদিকে আদালত প্রাঙ্গণের একমাত্র শৌচাগারটি পরিষ্কার না করায় ময়লা আর্বজনায় এটি উপচে পড়ছে। শৌচাগারের পাশে জেলা প্রশাসকের রেকর্ড রোম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ননজিআর কোর্ট ও একটি ডাকঘর রয়েছে। কিন্তু এ অফিসগুলোতে কর্মরত লোকজন দুগর্ন্ধের কারণে কাজ করতে পারছেন না। অনেকেই অভিযোগ করেন জেলা প্রশাসক কার্যালয়ের দুইজন সুইপার থাকলেও মাসে মাসে বেতন নিচ্ছে তারা। কিন্তু কাজ করছে না কিছুই।