Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত বোরো ধানের পর এবার শাক-সবজি

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের হাওরগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। প্রথমবারের বন্যায় ক্ষয়ক্ষতি হওয়ার পর অপেক্ষাকৃত উচু এলাকায় অবশিষ্ট ফসল ছিল তা-ও তলিয়ে যাচ্ছে। একেবারে না পাওয়ার চেয়ে কিছু পাওয়ার আশায় কোমড় সমান পানিতে নিমজ্জিত আধাপাকা ফসল কাটছেন। বেশ কিছু হাওর এলাকায় ঘুরে দেখা যায় হাটু পানিতে নেমে, আবার কেউ কেউ নৌকা দিয়ে ধান কাটছে। ফলে পাকা ধান কেটে গোলায় তুলতে না পেরে কৃষক ও বর্গাচাষিরা কাঁদছেন।
এদিকে বোরো ফসলহানীর পর এবার শাকসবজিও নষ্ট হতে যাচ্ছে। গত ১৯ এপ্রিল থেকে টানা বৃষ্টি ও স্বল্প মাঝারি বর্ষণে নতুন করে প্রায় ৩শ একর জমির বিভিন্ন শাক সবজি কাঁচা মরিচ, বেগুন, শশা, কুমড়া, মিষ্টি কুমড়া, করলা, লাল শাক, ঢেঙ্গা, লাউসহ বিভিন্ন সবজি ফসল ক্ষয়ক্ষতি হচ্ছে।
এদিকে অবিরাম বৃষ্টিপাতের কারণে চাল ও ধানের দামসহ শাকসবজির দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে কৃষকদের ত্রাহি ত্রাহি অবস্থা।