Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-নবীগঞ্জ রোডে টমটম চালানোর দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মরক লিপি

প্রেস বিজ্ঞপ্তি ॥ অজ্ঞাত কারণে প্রায় ৩ মাস যাবৎ হবিগঞ্জ-নবীগঞ্জ রোডে হবিগঞ্জ হতে আলীগঞ্জ পর্যন্ত টমটম চলাচল বন্ধ। এতে আলমপুর, বাগজুর, জিটকা, নাগুরা, পুকরা, শিবপুর, হরিপুর, নোয়াখাল, চরগাঁও, কাটখাল, মেউতুল, সিকান্দরপুর, রামগঞ্জ, শিকারপুর, জোরানগর আব্দুল্লাহপুর, জামালপুর, মোরারআব্দা, উমেদনগরসহ ওই অঞ্চলের প্রায় ২০ টি গ্রামের কয়েকহাজার শিক্ষার্থী এবং শ্রমজীবি মানুষ যারা যথা সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে বা কর্মস্থলে যেতে পরছেনা। বিশেষকরে ছাত্রীদের অসুবিধা বেশী হচ্ছে। টমটম থাকতে যারা ১০টাকায় বাড়ি থেকে শহরে আসা-যাওয়া করতে পারত, তারা এখন ৪০/৫০ টাকায় আসা-যাওয়া করতে হয়। ফলে অধিকাংশ শিক্ষার্থীরা এতটাকা খরচ করে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে। বাসে লোকাল যাত্রী নিতে নারাজ, সিএনজির একই অবস্থা। হঠাৎ রিক্সা মিললেও ভাড়া ২০ থেকে ২৫ টাকা, এর কমে যাওয়া যাবেনা। ওই রাস্তার কিনারায় রয়েছে শচীন্দ্র কলেজ, নাগুরাফার্ম উচ্চ বিদ্যালয়, উমেদনগর টাইটেল মাদ্রাসা, সিকান্দরপুর মাদ্রাসা। এছাড়া এ রাস্তায় আসা-যাওয়া করে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ, বৃন্দাবন সরকারী কলেজ ও মহিলা সরকারী কলেজে, বিকেজিসি, বালিকা উচ্চ বিদ্যালয়েরে অনেক ছাত্র/ছাত্রী। যারা অসহায়ের মত সকাল ৯টা ১০টায় রাস্তার কিনারায় দাড়িয়ে থাকে কোন সময় জানি তার প্রতিষ্ঠানে/কর্মস্থলে যাওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবরে স্মরক লিপি প্রদান কালে জেলা প্রশাসকের কার্যালয়ে কয়েক গ্রামের বিশিষ্ট মুরব্বী, ছাত্র/ছাত্রী অভিভাবক এবং টমটম মালিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাগজুর গ্রামের মাওলানা আব্দুল লতিফ, মোঃ আব্দুল ওয়াহিদ চৌধুরী, সাবেক মেম্বার মোঃ ফরিদ মিয়া, বিশিষ্ট মুরব্বী মোঃ রফিক মিয়া, বর্তমান মেম্বার মোঃ সমুজ আলী, আলমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ মর্তুজ মিয়া, গ্রামের সাবেক মেম্বার মোঃ কাজল মিয়া, মাওলানা আশিকুর রহমান, মোঃ আব্দুল হাই, মোঃ শামীম আহমদ, পুকরা গ্রামের সাবেক মেম্বার আজিজুর রহমান চৌধুরী, ধনমিয়া তালুকদার, টমটম মালিক সমিতির পক্ষে সভাপতি মোঃ শেখ আব্দুর রহিম, সহ-সভাপতি পীর সিজিল শাহ, সহ-সাধারন সম্পাদক মোঃ সিজিল মিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ মরম আলী, কোষাধ্যক্ষ মোঃ বদর মিয়া, প্রচার সম্পাদক মোঃ দুদু মিয়া, মঈনুল ইসলাম, সোহেল মিয়া প্রমূখ।