Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে তিন মানবপাঁচারী আটক ॥ নারী ভিকটিম উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে তিন মানবপাঁচারকারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় পাঁচারের শিকার এক নারীকে উদ্ধার করে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম এর নেতৃতে একদল র‌্যাব সদস্য উপজেলার ওসমানপুর গ্রামের আব্দুল সালাম এর বাড়ীতে অভিযান চালিয়ে নারীকে উদ্ধারসহ পাচারকারীদের আটক করে র‌্যাব। আটককৃতরা হল চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের গাভরু মিয়ার ছেলে আব্দুল হান্নান, ওসমানপুর গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল সালাম ও নিশ্চিন্তপুর গ্রামের মেন্দি মিয়ার ছেলে সৈয়দ আলী।
র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃতরা লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় গিয়ে গ্রাম্য সহজ সরল নারীদের ভাল চাকুরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাঁচার করে থাকে। পাঁচারে ব্যর্থ হলে তারা ভিকটিমদের জিম্মি করে অভিভাবকদের নিকট মুক্তিপণ দাবি করে। এমনিভাবে পাঁচারকারীরা অর্থ আদায় করে থাকে। এই পাঁচারকারী চক্রের সন্ধান পেয়ে ওইদিন রাতে র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এবং নুরুন্নাহার (২৫) নামে এক নারীকে উদ্ধার করে। তাকে পাঁচারের জন্য ওই বাড়িতে আনা হয়েছিল বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাঁচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।