Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

টানা বৃষ্টির পানিতে শায়েস্তাগঞ্জে ডুবছে ফসল ও শাক সব্জি ক্ষেত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ টানা বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শায়েস্তাগঞ্জ থানার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নিম্নাঞ্চলের বেরো ফসল ও শাক সবজির মাঠ তালিয়ে যাচ্ছে। গত ২০ এপ্রিল থেকে টানা বৃষ্টি ও স্বল্প মাঝারি বর্ষণে প্রায় ৪ শ কৃষকের প্রায় ৩শ একর জমির ফসল ও বিভিন্ন শাক সবজির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পাকা ধান কেটে গোলায় তুলতে না পেরে কৃষক ও বর্গাচাষিরা কাঁদছেন। অন্যদিকে শাকসবজি কাঁচা মরিচ, বেগুন, বরবটি, শশা, কুমড়া, মিষ্টি কুমড়া, করলা, লাল শাক, ঢেঙ্গা, লাউসহ বিভিন্ন সবজি ফসল নষ্ঠ হতে যাচ্ছে। বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে চারদিকে শুধু পানি আর পানি। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুতাং নদী ও খালবিলে পানি বেড়ে বিভিন্ন হাওড় ভেসে যাচ্ছে। শায়েস্তাগঞ্জের কৃষক ছইব উল্লা বলেন, আমার সবশেষ, এবার দূর্ভিক্ষ ছাড়া কিছুই চোখে দেখছি না। কৃষকদের ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের এই বিপদের মুহুর্তে উর্ধ্বতন কর্মকর্তা ও বৃত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।