Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্রদের মাঝে চাল বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা’র সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তাই সার্বক্ষনিক ক্ষতিগ্রস্ত কৃষক, অসহায় দারিদ্র মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে। তিনি গতকাল শনিবার দুপুরে উপজেলার ২ নং বড় ভাকৈর (পুর্ব) ও বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক ও দারিদ্র মানুষের মাঝে মাথা পিছু ১০ কেজি করে চাল বিতরণ কালে উপরোক্ত কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, চেয়ারম্যান সত্যজিত দাশ, কাউন্সিলর জাকির হোসেন, প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ, আনোয়ার হোসেন মেম্বার, ইউপি সচিব আব্দুল আহাদ, ইয়াহিয়া মেম্বার, শৈলেন্দ্র গুপ্ত রানু, প্যানেল চেয়ারম্যান সুপ্রদীপ দাস, জিতেন্দ্র দাশসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত মেম্বারগণ। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বর্তমান প্রাকৃতিক দুর্যোগে ধৈর্যের সাথে মোকাবেলা করার পরামর্শ দিয়ে বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।