Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাপা নেতা মরহুম মাহমুদ চৌধুরী স্মরণে শোক সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক মরহুম মাহমুদ চৌধুরী স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শোকসভায় মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। শোক সভায় বক্তারা বলেন, জাপা নেতা মাহমুদ চৌধুরী ছিলেন একজন সাদামনের মানুষ। তিনি সাধারণ মানুষের কল্যানে রাজনীতি করেছেন। দলের প্রান ছিলেন মাহমুদ চৌধুরী। আজীবন জাপার রাজনীতি করেছেন নিস্বার্থভাবে।
গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ নতুন বাজার আব্দুল মতিন চৌধুরী স্কয়ারে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও শোক সভা প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ক্বারী আব্দুল কদ্দুস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রফেসার আবিদুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক ক্বাজী ওবায়দুল কাদের হেলাল, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, জেলা জাতীয় যুবসংহতির সভাপতি কাজল আহমেদ, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, দিরাই উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি হাজী গিয়াস উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, সাংবাদিক আবুল কালাম।
বক্তব্য রাখেন, জেলা জাপা নেতা শেখ শামসুল ইসলাম, শেখ ফয়জুল ইসলাম দিনু, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুর জব্বার, হাজী জমশেদ আলী, সাবেক যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ত্রান বিষয়ক সম্পাদক শহীদ চৌধুরী, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া, সিরাজ উদ্দিন, সহ-সভাপতি হাজী আব্দুস শহীদ, জাতীয় তরুন পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, জাপা নেতা নুরুল হক তুহিন, মুনসেফ আলম, অলিদুর রহমান অলিদ, আব্দুল হান্নান চৌধুরী, এলাওর মিয়া, রুয়েল পাঠান, জেলা যুবসংহতির যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন সুমন, নুরুল আমীন পাঠান ফুল মিয়া, মাহমুদুল হাছান, নাজমুল খান, মুজাহিদুল ইসলাম শাহিন, আহমদ রেজা, যুবনেতা রনজু দেব, তালামিযে ইসলামীয়া কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্য এম এ মতিন চৌধুরী, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক স্বপন চৌধুরী, যুগ্ম আহবায়ক শুয়েব আহমদ, রাসেল আহমদ, মৌলদ হোসেন জনি, মুহাইমিনুল ইসলাম জীবন, সদস্য সচিব নিয়ামুল করিম অপু, জেলা তালামিযের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ধন, উপজেলা তালামিযে ইসলামিয়ার সভাপতি সাইদুর রহমান, ফয়েজ আহমদ, ফরহাদ আহমদ ফুল, হাফেজ মিনহাজ আহমদ, তোফায়েল আহমেদ ছায়েদ, আব্দুল কাহার, এনামুল হক চৌধুরী, শামিম আহমদ চৌধুরী, রুমান আহমদ, মহশিন আহমদ, শাহিন আহমদ, নিউটন সুত্রধর, নুর মিয়া, আব্দুল মালিক খান, আনোয়ার আহমেদ আমীন প্রমুখ।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব মোঃ এমরান মিয়া ও উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদারের যৌথ পরিচালনায় শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন মরহুম মাহমুদ চৌধুরীর পুত্র রাজু আহমদ চৌধুরী ও মরহুমের ছোট ভাই আবু হাছান চৌধুরী কাজল। অনুষ্টান শেষে মুনাজাত করেন জাপা নেতা ক্বারী আব্দুল কদ্দুস।