Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাল বৈশাখীর ঝড়ে শায়েস্তাগঞ্জে ব্যাপক ক্ষতি ॥ যান চলাচল বিঘœ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ কাল বৈশাখের ঝড়ে শায়েস্তাগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছাড়াও মহাসড়কে গাছ উপড়ে পড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাযানজট সৃষ্টি হয়।
বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কয়েক দফায় এই ঝড় শায়েস্তাগঞ্জের উপড় দিয়ে বয়ে যায়। শায়েস্তাগঞ্জের দেউন্দির মোড় হতে অলিপুর পর্যন্ত মহাসড়কে ছোট বড় অসংখ্য গাছ উপড়ে পড়ে। কোথাও কোথাও ভেঙে পড়েছে গাছ-পালা। এতে করে সিলেটের সঙ্গে ঢাকাগামী সব ধরণের যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে মানুষজন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ও একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো উদ্ধার করে। প্রায় ৪ ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকা। এই ঝড়ে আধা পাকা ধান ক্ষয়ক্ষতি হয়েছে।