Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে কাল বৈশাখী ঝড়ে বিদ্যুত বিপর্যয়

চুনারুঘাট প্রতিনিধি ॥ কাল বৈশাখী ঝড়ে আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রের তিন ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর চুনারুঘাট উপজেলায় বিদ্যুত বিপর্যয় ঘটেছে। গত বুধবার দুপুর ১টা থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল ৬টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।
চুনারুঘাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শওকাতুল আলমের খামখেয়ালিপনায় চুনারুঘাটে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলে দাবী করছেন সচেতন ভূক্তভোগী গ্রাহকরা।
জানা যায়, বুধবার বিকেল থেকে শুরু হওয়া ঝড়ে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে পুরো জেলায় বিদ্যুত সরবরাহ বেশ কিছু সময় বন্ধ থাকে। কিন্তু অন্যান্য উপজেলাগুলোতে বিদ্যুত সরবরাহ চালু হলেও চুনারুঘাট উপজেলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যে ৬টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত চালু হয়নি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন জানান, বুধবার সন্ধ্যা ৭টা থেকে ৩ ও ৪ নং ইউনিট এবং ২৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বন্ধ হয়ে যায়।
বর্তমানে চুনারুঘাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, চুনারুঘাটে কেন বিদ্যুৎ সরবরাহ নেই তা আমি বলতে পারব না। তবে হবিগঞ্জের অন্যান্য উপজেলায় বিদ্যুৎ সরবরাহ রয়েছে।
উল্লেখ্য যে, চুনারুঘাট পল্লী বিদ্যুৎ সমিতিতে শওকাতুল আলম ডিজিএম হিসেবে যোগদান করার পর থেকে সামান্য ঝড় তুফান হলেই চুনারুঘাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
দুদিন যাবত চুনারুঘাটে বিদ্যুৎ সরবরাহ না থাকার বিষয়ে ডিজিএম শওকাতুল আলমকে জিজ্ঞাসা করলে তিনি বিরক্তিবোধ করেন।