Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

টানা রৌদ্রতেজ আশার প্রদীপ হতে পারে দিশেহারা কৃষকের

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কয়েক দিনের টানা রৌদ্রতেজ আশার প্রদীপ জ¦ালিয়ে দিতে পারে পানির নিচে তলিয়ে যাওয়া দিশেহারা কৃষকের স্বপ্নকে। ফুঠে উঠতে পারে কৃষকের মুখে হারিয়ে যাওয়া হাসি। অন্ধকারের আলো থেকে বের হয়ে আলোকিত হতে পারে কৃষকের ঘর। এমন স্বপ্ন দেখছেন নবীগঞ্জ উপজেলার দিশেহারা হাজার হাজার কৃষক।
হাওর ঘুরে দেখা গেছে, কয়েকদিনের টানা রৌদ্রে নবীগঞ্জ উপজেলার বরার হাওর, পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার বড় হাওর, রৌউয়া, কোদ্দইলা, কাঠমা, বেত্তুয়া, মখা হাওর, গুঙ্গিয়ারজুরি হাওর, সৌলাগর, লাউয়াইল বিল, আলমপুরের বরবিল, বেরিবিলসহ উপজেলার ৩৫টি হাওরে পানি কমতে শুরু করেছে। এতে করেই সর্বোপরি চিন্তার অবসান ঘটিয়ে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন কৃষকেরা। কৃষক নজরুল ইসলাম জানান, বাবারে ১০ একর জমি চাষ করছিলাম সব পানির নিচে গেছিলগি। কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় আর রৌদ দেওয়ায় ২-৩ একর জমির ধান পাওয়ার আশা আছে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ থেকে উপজেলা জুড়ে টানা বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে ১৬ হাজার হেক্টর জমির কাঁচা বোরো ধান পানির নিচে তলিয়ে যায়। অসময়ের বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদনদী ও খাল-বিলের পানি বেড়ে বিভিন্ন হাওর ভেসে যায় বন্যার ¯্রােতে। ফসলে ধান পাকার আগেই কাঁচা ধানের তোড় পানির নিচে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছিলেন কৃষকেরা। পানির নিচে তলিয়ে যায় গ্রামীন জনপদের কৃষকের দীর্ঘদিনের স্বপ্ন, কৃষকের ঘরে দেখা দেয় খাদ্য সংকট চারিদিকের চিন্তায় দিশেহারা হয়ে পড়েন নবীগঞ্জ উপজেলার হাজার হাজার কৃষক।