Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রতারণার নমুনা! ॥ অন্য ব্যক্তিকে স্বামী করে পেনশনের টাকা উত্তোলন

স্টাফ রিপোর্টার ॥ রেলওয়ের এক মৃত কর্মচারীকে স্বামী দাবী করে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরী করে পেনশনসহ আনুষাঙ্গিক সুবিধা নিচ্ছেন সাহেদা খাতুন নামে জনৈক মহিলা। এ ব্যাপারে দৌলতপুর গ্রামের ইদ্রিছ আলী জেলা দুর্নীতি দমন কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছেন।
জালিয়াতকারী সাহেদা খাতুন শায়েস্তাগঞ্জ থানার চরহামুয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। ওই কর্মচারীর নাম আজম শাহ। তিনি শায়েস্তাগঞ্জ থানার বাগুনিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
অভিযোগে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানার বাগুনিপাড়া গ্রামের আজম শাহ নামে জনৈক ব্যক্তি বাংলাদেশ রেলওয়েতে চাকুরিরত অবস্থায় প্রায় ২৫ বছর আগে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর শায়েস্তাগঞ্জ থানার চরহামুয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী সাহেদা খাতুন নিজেকে মৃত আজম শাহ’র স্ত্রী দাবি করে জাল কাগজপত্র তৈরী করে ওয়ারিশ বনে যান। এমনিভাবে প্রতারণার মাধ্যমে সাহেদা খাতুন মৃত আজম শাহ’র স্ত্রী হিসেবে পেনশনসহ আনুষাঙ্গিক বেতন ভাতা উত্তোলন করে আসছেন। আজম শাহ’র মৃত্যুর পর থেকে সাহেদা খাতুন অদ্যাবধি প্রতারণার মাধ্যমে সরকারী টাকা আত্মসাত করে যাচ্ছেন। সাহেদা খাতুন ও খালেকের গর্ভে দুই পুত্র ও এক কন্যা কন্যা সন্তান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সরকারী টাকা আত্মসাতের বিষয়ে সাহেদা খাতুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন অভিযোগকারী ইদ্রিছ আলী।