Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিপুল পরিমাণ ইয়াবা ও ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল সদস্য পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে-শ্রীমঙ্গল থানার কুঞ্জবন গ্রামের নুর ইসলামের ছেলে জামাল মিয়া (৩০) ও কুলাউড়া থানার গোবিন্দপুর গ্রামের মহরম আলীর ছেলে সোহেল মিয়া (৩৫)।
গতকাল মঙ্গলবার সাড়ে ৩টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম এর নেতৃত্বে এবং সঙ্গীয় অফিসার সহকারী পরিচালক জে.এম. ইমরানসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন হইতে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে জামালকে আটক করা হয়। অপর দিকে পৃথক অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দপুর গ্রামের ৭ নং বস্তির বাজারে মামনি মেডিক্যাল হল নামীয় দোকানঘর থেকে ৫০ কেজি গাঁজাসহ সোহেলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ক্রয় করে নিজ হেফাজতে মজুদ রাখত। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ও লোকজনের চোখের আড়ালে ক্রয়কৃত বিভিন্ন ধরণের ইয়াবা ও মাদক মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় ও দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাজা ও গ্রেফতারকৃত আসামীকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, মৌলভীবাজার এর কাছে, ইয়াবা ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব কর্মকর্তারা জানান।