Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

‘শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়াম প্রকল্প’ সদস্য মনোনিত হলেন এমপি কেয়া চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ‘শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার প্রকল্প সারা দেশব্যাপী শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়াম প্রকল্প’ সংসদীয় সাব কমিটির সদস্য মনোনীত হলেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। ৩ সদস্য বিশিষ্ট এ কমিটি আহ্বায়ক গোলাম ফারুক প্রিন্স এমপি, নাহিম রাজ্জাজ এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপিকে সদস্য করা হয়েছে।
এছাড়া এ সভায় এমপি কেয়া চৌধুরী বন্যাদূর্গত এলাকার যুবক ও যুব নারীদের ‘কর্মসংস্থান ব্যাংক’ হতে বিশেষ বিবেচনায় যুবঋণ প্রদানে নির্দেশ দেয়ার প্রস্তাব করেন। এতে সংসদীয় কমিটির সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহিত হয়েছে।
এ প্রস্তাব গৃহিত হওয়া ও প্রকল্প কমিটিতে সদস্য করে কাজ করার সুযোগ দেয়ায় এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমপি কেয়া চৌধুরী। সেই সাথে তিনি প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল এমপিসহ কমিটির সকল সংসদ সদস্যবৃন্দ, সচিবসহ সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান।