Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

(বিআরটিএ) উদ্যোগে ভ্রামম্যান আদালতের অভিযান শুরু

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যানবাহনের অনুমোদিত অ্যাঙ্গেল বাম্পার ও হুক অপসারণে জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) উদ্যোগে ভ্রামম্যান আদালতের অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, রুয়েল সাংমা ও বিআরটিএ মোটরযান পরিদর্শক হাফিজুল ইসলাম খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী অভিযান পরিচালনাকালে ট্রাক, মাইক্রোবাসসহ ২০টি পরিবহনের অবৈধ বাম্পার অপসারণ করা হয় এবং ১১ হাজার জরিমানা আদায় করা হয়। এছাড়াও অভিযান পরিচালনাকালে বিভিন্ন পরিবহণের কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য তল্লাসী চালানো হয়। এ সময় ঢাকা-সিলেটগামী বাস শ্যামলী পরিবহন ও হানিফ পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। গতকালের অভিযানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ বিআরটিএ মাটরযান পরিদর্শক হাফিজুল ইসলাম খাঁন জানান, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় ও জেলা প্রশাসনের সহযোগীতায় আমরা অভিযান পরিচালনা করি। এ সময় ২০ পরিবহণের অবৈধ অনুমোদীত বাম্পার অপসারণ ও ১১ হাজার টাকা জরিমামানা করা হয় এবং কাগজপত্র সঠিক না থাকায় শ্যামলী ও হানিফ পরিবহণের ২টি বাসকে মোটরযান আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই বেলাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।