Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুজিব নগর সরকারের কারনেই স্বাধীনতার যুদ্ধ তরান্বিত হয়-এডঃ আলমগীর চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে নবীগঞ্জে “ঐতিহাসিক মুজিব নগর দিবস ও আমাদের স্বাধীনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন আয়েজিত সেমিনারে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, নবীগঞ্জ ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ইজাজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বক্তব্য সাবেক পৌর চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, উপজেলা জাপা আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. জাবিদ আলী, আবু সিদ্দিক, মুহিবুর রহমান হারুন, মোঃ আশিক মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, ওসি তদন্ত ইকবাল আহমদ, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার, মহিলা আওয়ামীলীগের নেত্রী সইফা রহমান কাকলি, সহকারী শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান, শ্রমিকলীগ নেতা মাজহারুল ইসলাম অপু, হাফিজুর রহমান মিলন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, আওয়ামীলীগ নেতা গৌতম দাশ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, মহিলা সদস্যা মায়ারুন বেগম, সাজনা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মহিনুুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডঃ আলমগীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে মুজিব নগর দিবসে অস্থায়ী সরকার গঠন করে জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান ও তাজ উদ্দিন আহমদ এ দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। এই মুজিব নগর সরকারের কারনেই স্বাধীনতার যুদ্ধ তরান্বিত হয়। তাই আমরা অল্প সময়ে স্বাধীনতা অর্জন করি। মুজিব নগর সরকারের কার্যক্রম বর্তমান প্রজন্মের কাছে প্রচার করে তাহা তুলে ধরার আহবান জানান।