Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ॥ মেশিন পুড়িয়ে দিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনয়নের পঞ্চাশ মৌজার সুতাং নদী ‘খ’ অংশ থেকে অবৈধভাবে কোয়ারী সিলিকা বালু উত্তোলনের দায়ে ১০ হাজার ঘটফুট বালু জব্দ ও ডিজেল মেশিন পুড়িয়ে দিয়েছে খনিজ মন্ত্রনালয়ের কর্মকর্তারা। গতকাল রোববার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো তিন সদস্যে একটি প্রতিনিধি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুতাং নদী ‘খ’ অংশের ইজারা মঞ্জুরীকৃত মেসার্স চকদার এন্টারপ্রাইজের কোয়ারী এলাকার উত্তর পাশে ব্যক্তি মালিকানাধীন ভূমি হতে অবৈধভাবে সিলিকা উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ডিজেলের মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত বালু স্থানীয় বদরগাজী বাজারসহ এলাকায় পাচার হয়। পরে বিকেল ৩টায় জব্দকৃত বালু ৫৪ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। অভিযান পরিচালনা করেণ খনজি সম্পদ উন্নয়ন ব্যুরো উপ-পরিচালক মোঃ মামুনুর রশিদ, চুনারুঘাট থানার এসআই মোঃ ওমর ফারুক ও সার্ভেয়ার মনিরুজ্জামান প্রমুখ।