Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ডেবনা নদী দখলকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ডেবনা নদী দখল করে বাড়ি নির্মাণের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে ব্যাখ্যা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও ওসি। তাদের দেয়া ব্যাখ্যা পর্যালোচনা করে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগে ৩দিনের মধ্যে মামলার রুজু করে আদালতকে অবহিত করার আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। গত ১৩ এপ্রিল হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলম এ আদেশ প্রদান করেন। গত ২১ মার্চ বিজয়ের প্রতিধ্বনি পত্রিকায় ‘নবীগঞ্জের ডেবনা নদী দখল করে বাড়ি নির্মাণ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে আদালতের স্টেনো ট্রাইপিষ্ট মোঃ আল আমিন বিষয়টি আদালতের নজরে আনলে আদালত এ আদেশ প্রদান করেন। উল্লেখ্য, উপজেলার তাহিরপুর মাদ্রাসা বাজার ব্রীজের বাম দিকে (দক্ষিণ সাইডের) ডেবনা নদীতে এলাকার প্রভাবশালী মৃত বাদশা মিয়ার পুত্র মোঃ ফারুক আহমদ তারই নিকটাত্মীয় রাইয়াপুর গ্রামের মৃত রইছ উল্যার পুত্র মোঃ দুলা মিয়া, সাদুল্লাপুর গ্রামের আলী আসকরের পুত্র মোঃ সেজলু মিয়া ও তার নিকটাত্মীয় মৃত ফৈরাজ উল্যার পুত্র আব্দুল খালিক ভবন নির্মাণ করে সরকারি সম্পত্তি দখলের মহোৎসব শুরু করেছে। এ বিষয়ে অবৈধভাবে নদী তথা সরকারী সম্পত্তি দখলকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট গত ১৬ মার্চ লিখিত আবেদন করা হয়।