Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দেবপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি তালিকা তৈরীতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডঃ জাবিদ আলীর বিরুদ্ধে ভিজিডি চালের নামের তালিকা তৈরীতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। মেম্বারদের দেয়া তালিকা আমলে না নিয়ে তিনি মনগড়া ভাবে তালিকা তৈরী করেছেন বলে অভিযোগ করেছেন ওই ইউপির মহিলা মেম্বার হোসনা বেগম। গত ১৪ এপ্রিল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। হোসনা বেগম ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার। তবে হোসনা বেগম নির্বাচিত হলেও চেয়ারম্যান জাবিদ আলী তাকে পাশ কাটিয়ে ওই ওয়ার্ডের সাবেক এক মহিলা মেম্ব রের পরামর্শ অনুযায়ী কাজ করেন। ফলে মহিলা মেম্বার হোসনা বেগম তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।
অভিযোগ সুত্রে জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে ভিজিডি চালের তালিকা তৈরী করার জন্য ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বারদের বলা হয়। পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মহিলা ও সাধারন আসনের মেম্বার মিলে প্রতি ওয়ার্ডে ১৬টি করে নাম তালিকা প্রস্তুত করে পরিষদে জমা দেন। কিন্তু চুড়ান্ত তালিকা তৈরীর সময় চেয়ারম্যান জাবিদ আলী মহিলা মেম্বার হোসনা বেগমের দেয়া নামের তালিকা থেকে ৬টি নাম বাদ দিয়ে অন্য ৬ জনের নাম তালিকাভূক্ত করেন। হোসনা বেগমের অভিযোগ চেয়ারম্যান তার তালিকা থেকে নাম বাদ দিয়ে সাবেক মহিলা মেম্বারের সাথে শলাপরামর্শ করে ৬টি নাম অন্তর্ভুক্তি করেন। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ভিজিডি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা।