Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বোরো ফসল হারিয়ে সুদখোর ও বিভিন্ন সংস্থার ঋণ পরিশোধে দুশ্চিন্তায় কৃষকরা

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ অকাল বন্যায় বোরো ফসল হারিয়ে নবীগঞ্জের কৃষকরা অসহায়ত্বভাবে দিনতিপাত করছে। অনেক কৃষক পরিবার পেটভরে আহার করাতো দুরের কথা ক্ষুধার্ত অবস্থায় থাকতে দেখা যাচ্ছে। এদের মধ্যে অনেকে বাজার থেকে আটা, চিড়া এনে তাদের পরিবারের হাতে তোলে দিচ্ছেন। সবচেয়ে বেশী অসহায় হয়ে পড়েছেন বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণগ্রহণকারীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদ-লগ্নি করে যারা ফসল ফলিয়েছিলেন এসব কৃষক। একদিকে ঘরে খাবার নেই অন্যদিকে ঋণের জ্বালায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। বিভিন্ন গ্রামের নি¤œবিত্ত-মধ্যবিত্ত আয়ের কৃষকরাই বেশী অসহায়ত্ব প্রকাশ করছেন। দীঘলবাক ইউনিয়নের মাধবপুর, গালিমপুর, রাধাপুর, ফাদুল্লা, স্বস্তিপুর বহরমপুর, রঘুদাউদপুর, দাউদপুর, কারখানা, বোয়ালজোরসহ বিভিন্ন গ্রাম মিলে প্রায় ৩০/৪০ টি গ্রামের লোকেরা তাদের একমাত্র বোরো ফসল অকাল বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় তারা দুর্বিসহ দিনযাপন করছেন। এসব কৃষকের বোরো ফসলই ছিল একমাত্র অবলম্বন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন ধরণের সাহায্য সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করছেন বন্যায় কবলিত এলাকার লোকজন। আরো অভিযোগ রয়েছে ইতিমধ্যে যারা বিভিন্ন সংস্থা যেমন-ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংক থেকে যারা ক্ষুদ্র ঋণ নিয়ে বোরো ফসল করেছিলেন তাদেরকে কিস্তি ও ঋণ পরিশোধ করার তাগিদ দেয়া হয়েছে। এমতাবস্থায় কৃষকরা চোখে শর্ষেফুল দেখছে।