Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতি নির্বাচন ॥ আফিল উদ্দিন সভাপতি-লুৎফুর সম্পাদক

স্টাফ রিপোর্টার ॥ উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবি সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০ জন প্রার্থী বিজয়ী হয়। সভাপতি পদে মোঃ আফিল উদ্দিন ২০৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী এডঃ মোঃ নুরুজ্জামান পেয়েছেন ১৭২ ভোট। এ ছাড়াও মোঃ শহীদ মিয়া পেয়েছেন ৯৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ লুৎফুর রহমান তালুকদার ২৪৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী শফিকুল ইসলাম পেয়েছেন ২১০ ভোট। এছাড়াও সাধারণ সম্পাদক পদে মনোজিৎ লাল দাস পেয়েছেন ১৮৯ ভোট। সহ-সভাপতি পদে মোঃ ফারুকুর রহমান মহালদার ২৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী মোঃ ইলিয়াছ মিয়া পেয়েছেন ২১৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আলম চৌধুরী ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী শফিকুল ইসলাম দুলাল পেয়েছেন ২৩৮ ভোট। এছাড়াও মোঃ মনজিত লাল দাস পেয়েছেন ১৮৯ ভোট। গতি গোবিন্দ দাস পেয়েছেন ১৭৮ ভোট। সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক পদে মোজাম্মেল হক রাসেল ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী মোঃ জসিম উদ্দিন পেয়েছেন ২০২ ভোট। লাইব্রেরী সম্পাদক পদে মোছাঃ জেবুন্নেচ্ছা চৌধুরী মুক্তা বিনা প্রতিন্দ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সিনিয়র সদস্য পদে শরভিন্দু ভট্রাচার্য্য টুটুল ৩১৫ ভোট, মোঃ আব্দুল মালেক ২৬৩ ভোট, শফিকুল ইসলাম দুলাল ২৩৮ ভোট, শাহ মোঃ আব্দুল আউয়াল ২৩০ ভোট, মোঃ মহিবুর রহমান ১৮৮ ভোট পেয়েছেন। জুনিয়র সদস্য পদে মোঃ মাসুক ২৭৬ ভোট, মোঃ আশিক মিয়া ২৬১ ভোট, মুজিবুর রহমান ২১২ ভোট, মোঃ সাজিদুর রহমান ২১১ ভোট, নুরুল কবির তরফতার ১৯০ ভোট পেয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব আব্দুল মুত্তালিব চৌধুরী।