Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে চা শ্রমিক ও প্রান্তিক কৃষকদের মধ্যে খাদ্য সামগ্রী ও সার বিতরণ

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ৫ টি চা বাগানে অবহেলিত ও সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে খাদ্য সামগ্রী এবং আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে প্রণোদনা যোগাতে কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য কৃষক ও চা শ্রমিকদের মধ্যে সার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলাইমান মজুমদার। পৌর যুবলীগ সভাপতি সাব্বির হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, মোঃ শামিম, আওয়ামীলীগ নেতা মহিউজ্জামান হারুন, মোজাহিদ বিন ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল লিটন, প্রেসক্লাব সেক্রেটারী অলিদ মিয়া, মিজানুর রহমান, ইউপি সদস্য মিরা কৈরি, কৃষক মরন চাদ প্রমুখ। সভায় ৫ টি চা বাগানের ১ হাজার ২৬১ জন শ্রমিকের মধ্যে চাউল, ডাল, আটা , তেল, আলু, সাবান এবং ১৪’শ কৃষকের মধ্যে বিজ ও সার বিতরণ করা হয়।