Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে লাইব্রেরী ব্যবসায়ীর হত্যা মামলায় আরো এক আসামীর জামিন-না মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে লাইব্রেরী ব্যবসায়ীর হত্যা মামলার আরো এক আসামী ময়না মিয়ার জামিন না মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে এ মামলার প্রধান আসামী জুনায়েদ আহমেদের রিমান্ডের আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা।
গতকাল বুধবার হবিগঞ্জের দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার আলমের আদালতে ময়না মিয়া হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সে রাজাপুর গ্রামের রশিদ মিয়ার পুত্র। অপরদিকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা অপর আসামী জুনেদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন সিরাজুল ইসলাম ও সৈয়দ মোজাম্মেল আলী। উল্লেখ্য গত ২৬ মার্চ লাইব্রেরীর ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরীকে একই এলাকার বুলু মিয়া, ওয়াহাব মিয়া, ওছাব মিয়া, আলমগীর, ফরিদ মিয়া, বসু মিয়া ও উমদা মিয়াসহ বিভিন্ন ব্যক্তি সুদের ঋণ পরিশোধের টাকার জন্য চাপ দেয়। কিন্তু ঋনের দায় বেড়ে যাওয়ায় তিনি তা শোধ করতে পারছিলেন না। তাই ক্ষোভে দুঃখে তিনি সকলের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন আতিক। তার মৃত্যুর পর পকেট থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাতিজা জামাল মিয়া বাদি হয়ে আদালতে মামলা করলে আদালত মামলা রুজুর জন্য মাধবপুর থানার ওসিকে নির্দেশ দেন। মামলা রুজু হলেও পুলিশ রহস্যজনক কারণে আসামী গ্রেফতার করেনি। অবশেষে গত সোমবার জুনায়েদ আহমেদ নামের এক আসামী হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তার জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।