Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সড়ক দখল করে স’মিল ব্যবসা ॥ টনক নড়ছেনা কর্তৃপক্ষের

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার চলিতাতলা নোয়াগাঁও এলাকায় সড়ক দখল করে স’মিল ব্যবসা করছে জসিম নামের প্রভাবশালী। এতে পথচারিসহ গ্রামবাসির চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ প্রকাশ হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক যেন নড়ছেই না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই প্রভাবশালী ব্যক্তি সড়কের পাশে সরকারি জমি দখল করে স’মিলের গাছগুলো ফেলে রেখেছেন। এতে গ্রামবাসীসহ স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের যাতায়াতের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নোয়াগাও গ্রামের বাসিন্দা জসিম মিয়া গ্রামে প্রবেশমুখে হালিমা স’মিল নামের একটি করাত কল স্থাপন করেছেন। তিনি নিজের মালিকানা জমি ছাড়াও পার্শ্ববর্তী কবরস্থানের জায়গা এবং সরকারি জমিতে খাস ফেলে সমিল ব্যবসা করে যাচ্ছেন। ফলে সড়ক দিয়ে গ্রামবাসিসহ আশপাশের লোকজন এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।